স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : আতঙ্কে ভুগছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানকারী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তার দাবিতে মঙ্গলবার ধর্ণায় বসলো তারা। দাবি জানানো হয় ২৪ ঘন্টা হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য।ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে আমবাসা চান্দ্রাইছড়া এলাকার জনৈক ইন্দ্রজিৎ পালের স্ত্রী পারিবারিক অশান্তি জেরে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে আমবাসা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলার অবস্থা বেগতিক দেখে তাকে ধলাই জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার খবর পেয়ে আমবাসা বাজারের মৎস্য ব্যবসায়ী অমৃত রায় হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের সাথে দুর্ব্যবহার করে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়লে খবর দেওয়া হয় থানায়। তখন পুলিশ এসে পরিস্থিতি সামল দেয়।
এদিকে সোমবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ঘটনার নিন্দা জানান। এবং নিরাপত্তার দাবিতে হাসপাতালের সামনে ধর্ণায় বসে। চিকিৎসক আরো জানান সে সময় দায়িত্বে ছিলেন নার্স সুনিতা রাঙ্খল এবং রোমিলী চাকমা। এ ধরনের ঘটনা প্রত্যেকদিন রাতের বেলায় হচ্ছে। এবং হাসপাতালে পুরুষ স্বাস্থ্যকর্মী থেকে বেশি মহিলা স্বাস্থ্য কর্মী। সুতরাং হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই চব্বিশ ঘন্টা হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করতে এদিনের ধর্না বলে জানান চিকিৎসক। এবং এই ঘটনার সি এম ও -র নজরে নেওয়া হয়েছে। যদিও সোমবার রাতে গোটা ঘটনার বিরুদ্ধে কারোর নামে থানায় মামলা হয়নি এখনো।