স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : আইজিএম হাসপাতালে পার্কিং করা গাড়ির দরজা ভেঙে চোরের দল হাতিয়ে নিল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। এই ঘটনায় দিশেহারা রোগীর পরিজন। ঘটনার বিবরনে জানা যায় সোমবার সন্ধ্যায় বিশালগড় থেকে জয়দীপ সাহা নামে এক ব্যক্তি তার শিশুকে আই জি এম হাসপাতালে আসেন। সে ব্যক্তি গাড়ি পার্কিং করে শিশুকে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক শিশুকে শারীরিক অবস্থা দেখে যথারীতি ভর্তির কথা বলেন। পরবর্তী সময়ে শিশুটি বাবা জয়দীপ সাহা গাড়ি থেকে জিনিস আনতে গিয়ে লক্ষ্য করেন গাড়ির দরজার কাচ ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা সহ শিশুটির গলার চেইন নিয়ে যায় চোরের দল। সাথে সাথে আই জি এমে থাকা নিরাপত্তা রক্ষীদের জানানো হয়। খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে।
পুলিশ যথারীতি হাসপাতালে ছুটে এসে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে। কিন্তু হাসপাতালে আশপাশ এলাকার মানুষের অভিমত হাসপাতালে মূল ফটকে আনাগোনা করে নেশা কারবারিরা। তাদের দ্বারাই এই ঘটনার সংঘটিত হয়েছে বলে অভিমত। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে নেশা কারবারীরা দিনরাত আনাগোনা করে। নাকের ডগায় পশ্চিম থানার পুলিশ হওয়ার পরেও আজ পর্যন্ত কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। ফলে প্রতিদিন খরচে এ ধরনের ঘটনা অহরহ। তবে সবচেয়ে বড় বিষয় হলো হাসপাতালে থাকা সিসি ক্যামেরা দিয়ে আজ পর্যন্ত এ ধরনের ঘটনা তদন্ত হতে দেখা যায়নি।