Sunday, January 19, 2025
বাড়িরাজ্যচারদিন ধরে অন্ধকার ৩৫ মাইল গোবিন্দ পাড়া, হেলদোল নেই বিদ্যুৎ নিগমের কর্মীদের

চারদিন ধরে অন্ধকার ৩৫ মাইল গোবিন্দ পাড়া, হেলদোল নেই বিদ্যুৎ নিগমের কর্মীদের

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : বর্ষা আসতেই বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া মহকুমা প্রত্যন্ত এলাকার মানুষ। বিশেষ করে অসহনীয় অবস্থা পাহাড়ি এলাকায়। অধিকাংশ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়া বিদ্যুৎ সংস্কারের নামে বিদ্যুৎ নিগমের কর্মীরা আশ্বাস দিয়ে কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ।

 ফলে অন্ধকারে থাকছে মানুষ। জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন আঠারোমুড়ার ৩৫ মাইল গোবিন্দ পাড়ায় বিগত চার দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ বারংবার করা হলেও বিদ্যুৎ সংস্কারের কাজে হাত লাগাতে চাইছে না নিগমের কর্মীরা। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।

অভিযোগ একদিকে যেমন আলোর অভাবে গৃহস্থালির কাজ কর্ম ও রোগীদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। স্থানীয়দের অভিমত জনগণের পয়সা দিয়ে তাদের প্রতি মাসে মোটা অংকের বেতন হয়। কিন্তু এতটাই দায়সারা মনোভাব নিয়ে কতিপয় কর্মী বিদ্যুৎ নিগমের দায়িত্বে রয়েছেন যা বলার অপেক্ষায় রাখেনা। বর্তমানে জরুরি পরিষেবা প্রদানকারী এই দপ্তরের মধ্যে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে। শুধু তেলিয়ামুড়া নয়, প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে অভিযোগ উঠছে পরিষেবা মিলছে না মানুষের। বর্ষার মরশুমে রাত দিন এক করে দায়িত্ব পালন করার কথা থাকলেও কতিপয় কর্মী সঠিক দায়িত্ব পালন করছে না। হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নয়তো তারা অফিসে এসে বাড়িতে যাওয়ার সময় গুনছে। সম্প্রতি বিদ্যুৎ নিগমের মন্ত্রী পর্যন্ত হানা দিয়েছে বেশ কয়েকটি অফিসে। চরম অরাজগতা প্রত্যক্ষ করেছেন তিনি। কিন্তু তারপরও আধিকারিকদের হুঁশ না ফেরায় নিচু মহলের পর্যন্ত হুঁশ ফিরছে না। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য