Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যন্যায্য মূল্যের দোকান কেড়ে নেওয়ার চেষ্টা উপপ্রধানের ভিত্তি

ন্যায্য মূল্যের দোকান কেড়ে নেওয়ার চেষ্টা উপপ্রধানের ভিত্তি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : খাই মিটচ্ছে না উপ-প্রধানের। বিলোনিয়া মহাকুমা উত্তর ভারত চন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকার উপপ্রধানের বিরুদ্ধে আবার ও অভিযোগ উঠল সোমবার। অভিযোগ সরকারী ন্যায্য মূল্যের দোকানের মালিক হারাধন ধরের কাছ থেকে জবরদস্তি ন্যায্য মূল্যের দোকান কেড়ে নেওয়ার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে ভারত চন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান। দোকানে তালা দেওয়া থেকে শুরু করে, রাস্তা নির্মাণ করার নামে দোকানের দুই পাশে ডজার চালিয়ে মাটি কাটা সহ বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কোন কিছুই বাদ রাখছে না উপপ্রধান ভবতোষ ভৌমিক সহ উত্তর ভারত বাজার কমিটির সম্পাদক প্রেমতোষ ভৌমিক, আট নং বুথের পৃষ্ঠাপ্রমুখ সন্তোষ ভৌমিক ও আট নং বুথের সভাপতি দীপক মজুমদার। যার ফলে সরকারি ন্যায্য মূল্যের দোকান ঘরের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। দোকানের দুই পাশের মাটি কাটার ফলে যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে দোকান ঘর । ১৮ এর নির্বাচনের ক্ষমতা পালা বদলের পর, উপ প্রধানের নেতৃত্বে তার সাঙ্গ পাঙ্গরা নাকি, সরকারি ন্যায্য মূল্য দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এমনকি দোকানে তালাও ঝুলিয়ে দেয়। সিসি টিভি ফুটেজের মূলে বিলোনিয়া আদালতে মামলা সহ জেলা শাসককে ঘটনার বিষয়ে অবহিত করা হয়।

 পরবর্তী সময়ে জেলা শাসকের হস্তক্ষেপ ও মামলায় জয়ী হয়ে হারাধন ধর সরকারি ন্যায্য মূল্যের দোকান চালাতে থাকে। গত বিধানসভা নির্বাচনের পর অতিমাত্রায় শুরু হয় উপ প্রধানের নেতৃত্বে হুমকি সহ বিভিন্ন ভাবে মানসিক অত্যাচার। পাশাপাশি চলে ন্যায্য মূল্যের সামগ্রী কেড়ে নেওয়া। ১৯৮৯ সাল থেকে লাইসেন্স অনুযায়ী ৩৫ বছর পর্যন্ত হারাধন ধর সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে জনগনকে খাদ্যশস্য বিলি বন্টন করে আসছে । তিনি আরো বলেন জমি সংক্রান্ত উচ্ছেদের নোটিশ পঞ্চায়েত সচিব ইস্যু করে । এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন এই বিষয়টি যাতে অতি দ্রুত সমস্যা সমাধানের করে, জনগণের স্বার্থে সরকারের ন্যায্য মূল্যের দোকান থেকে বিলিবন্টন করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করেন। এই ঘটনা পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য