স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : রবিবার রাতে পিস্তল, দা, সাবল নিয়ে বিশালগড় এক পেট্রোল পাম্পে হানা দিয়ে লুট করার চেষ্টা করেছে ডাকাতের দল। পাল্টা প্রতিরোধ করার পর পালিয়ে যায় তারা। উল্লেখ্য, কয়েকমাস পূর্বে রাজধানীর আড়ালিয়া এলাকার কয়েকটি বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ডাকাতির ঘটনা ঘটে সোনামুড়া মহকুমায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এইবার ডাকাত দল হানা দিল পেট্রোল পাম্পে।
বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পে রবিবার গভীর রাতে হানা দেয় ডাকাত দল। ঘটনার বিবরণে জানা যায় পেট্রোল পাম্পের দুই নৈশ প্রহরী রাতের বেলায় ওনাদের ঘরে ঘুমিয়েছিলেন। সেই সময় ডাকাত দলের ৫ সদস্য পিস্তল সহ দা ও লোহার রড নিয়ে এই নৈশ প্রহরীর ঘরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা নৈশ প্রহরীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় থাকা নৈশ প্রহরীর মুখ চেপে ধরে। এবং ওনার কাছে নগদ অর্থ সহ যা কিছু আছে দিয়ে দেওয়ার জন্য বলে। তখন ঐ নৈশ প্রহরী ও ডাকাত দলের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে। শব্দ শুনতে পেয়ে পেট্রোল পাম্পের অপর নৈশ প্রহরী লোহার রড নিয়ে এগিয়ে আসে। শেষ পর্যন্ত দুই নৈশ প্রহরীর প্রতিরোধের মুখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। পেট্রোল পাম্পের এক নৈশ প্রহরী জানান ডাকাত দলের সদস্যদের মাথায় হেলমেট ছিল।
এবং মুখে কাপড় বাধা ছিল। ডাকাত দলের সদস্যরা ওনাকে সাথে থাকা সবকিছু দিয়ে দেওয়ার জন্য বলে। কিন্তু ওনারা প্রতিরোধ গড়ে তুলার পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এই ঘটনার পর পেট্রোল পাম্পের নৈশ প্রহরী ঘটনার বিষয়ে পাম্পের মালিককে অবগত করে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন পেট্রোল পাম্পে ডাকাত দল হানা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুরে চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারে কিনা।