স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণধন দেবনাথের বিরুদ্ধে অনাস্থা আনার পর ভোট স্থগিত করে রেখেছেন কাঁঠালিয়া ব্লকের বিডিও। অবশেষে রাজনগর – ভায়া পথ অবরোধে সামিল হয় গ্রামবাসী। জানা যায়, ২৩ ধনপুর বিধানসভার অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণধন দেবনাথের বিরুদ্ধে অনাস্থা এনে পঞ্চায়েতের ৬ জন সদস্য সংখ্যা গরিষ্ঠতা নিয়ে গত ২৭ মে কাঠালিয়া ব্লক বিডিও’র কাছে অনাস্থার প্রস্তাব জমা দেয়। ব্লক বিডিও’র পক্ষ থেকে জানানো হয় ৯ জুন ভোট গণনার মাধ্যমে পুনরায় নির্বাচন হবে।
কিন্তু পরবর্তী সময়ে ৮ জুন আচমকা ব্লক ভিডিও’র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এ ভোট প্রক্রিয়া স্থগিত থাকবে। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর ব্লক ভিডিও’র পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে সোমবার সকাল ছয়টা থেকে যাত্রাপুর থানাধীন দুর্লভপুর এলাকার রাজনগর – ভায়া – ভবানীপুর – আগরতলার মূল সড়ক অবরোধ করে বসে সংখ্যাগরিষ্ঠতা পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসী। জানা যায়, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘ দিন আগে ৬ জন পঞ্চায়েত সদস্য অনাস্থার প্রস্তাব দেন। অনাস্থা ভোট না হওয়ায় অবরোধে সামিল হয়েছে। অনাস্থা প্রস্তাব জমা দেওয়া ছয় সদস্যের হলেন সমীর মজুমদার, সৌরভ মিয়া, শুক্লা শীল, রুপালী দেবনাথ, দেলোয়ারা বেগম এবং উপপ্রধান কানন বালা দত্ত। প্রধানের বিরুদ্ধে সরকারি আবাস যোজনা, শৌচাগার সহ বহু ক্ষেত্রে অর্থ নয়ছয় করার অভিযোগে অনাস্থা আনেন তারা।