স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : এস.টি.জি.টি -র ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে আবারো বিক্ষোভে সামিল হলো চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। সোমবার তারা আগরতলা সিটি সেন্টারে মধ্যে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে সরকারের উদ্দেশ্যে দাবি জানান দ্রুত ফলাফল ঘোষণা করে নিয়োগ করার জন্য। কারণ তাদের মধ্যে বহু পরীক্ষার্থী ইতিমধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাবে।
তারা আরো বলেন, এস.টি.জি.টি ২০২২ পরীক্ষার পর ত্রিপুরা টেট ওয়ান এবং টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের ফলাফল ঘোষণা পর ভেরিফিকেশনের জন্য ডাকা হলেও এখন পর্যন্ত এস টি জি টি -র ফলাফল ঘোষণা করার কোন লক্ষণ নেই। ফলে ফলাফল নিয়ে তারা দ্বন্দ্বে রয়েছে। তারা আরো জানান খুব কম সংখ্যক এস.টি.জি.টি শিক্ষক বর্তমান সরকারের আমলে নিয়োগ হয়েছে। অধিকাংশ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে মহাকরণে এবং মুখ্যমন্ত্রীর বাসভবনে দেখা
করার সুযোগ চাওয়া হলেও দেখা করতে পারেনি বলে জানান তারা। এমনকি তাদের ফলাফল নিয়ে বর্তমানে কোন পথে হাঁটছে সরকার তারও কোন সদুত্তর মিলছে না। ফলে তারা বিক্ষোভের সামিল হতে বাধ্য হয়েছে বলে জানায়। এদিন আবার ৪৩ বছর বয়সী অমিত দেবনাথ নামে এক ব্যক্তি জানান সরকারকে অতিসত্বর নিয়োগ করতে হবে। এবং সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে সদুত্তর চাইলেন তিনি। তবে এদিন বিক্ষোভ কর্মসূচি যাতে রাস্তায় না নামতে পারে সেদিকে সতর্ক ছিল পুলিশ। কারণ বিক্ষোভ স্থল থেকে মাত্র ১৫০ মিটার মুখ্যমন্ত্রী সরকারী বাসভবন। সুতরাং সাথে সাথে মোতায়েন করা হয় পুলিশ এবং টি এস আর জওয়ান।