Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যতথাকথিত ভূত আতঙ্কে দিশেহারা দুই পরিবার

তথাকথিত ভূত আতঙ্কে দিশেহারা দুই পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন :  তথাকথিত ভূত অবিশ্বাস্য হলেও শতভাগ সত্যি বলে দাবি করছে ভুক্তভোগী দুইটি ব্রাহ্মণ পরিবার। বর্তমানে আতঙ্কে ভুগছে দুই পরিবারের লোকজন। ঘটনা কমলা সাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির সংলগ্ন সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্পের লাগোয়া খোকন চক্রবর্তীর বাড়িতে। দীর্ঘ ৭-৮ মাস ধরে ইট পাটকেল এবং বোতল দিয়ে ঢিল ছোড়াছুড়ি করা হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কে বা কারা

 এই ঢিল ছোড়াছুড়ি করছে কেউ তাদের নজরে আসছে না। শুধু রাতের বেলায় নয়, দিন দুপুরেও বোতল কিংবা ইট পাটকেল দিয়ে তাদের বাড়িঘরে ঢিল ছুড়ছে। তাদের বাড়ির পাশেই একটি পরিত্যক্ত সরকারি দালান ঘর রয়েছে আর সেই দালান ঘরেই নাকি বোতল ভাঙ্গার শব্দ শুনতে পায় খোকন চক্রবর্তীর পরিবারের লোকজন। এরই মধ্যে গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী স্বপন চক্রবর্তীর বাড়িতেও ঠিক একই ভাবে অদৃশ্য কোন কিছু বাড়ি ঘরে ঢিল ছুড়ছে।

 দুই ব্রাহ্মণ বাড়ির বিছানার নিচে এবং ফ্রিজের  ভিতরে পাথর কিংবা ইটের টুকরো প্রায় প্রতিনিয়তই দেখতে পাওয়া যায়। কিন্তু কে বা কারা এই ধরনের কান্ড ঘটিয়ে যাচ্ছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না। তবে ভুক্তভোগী দুই ব্রাহ্মণ পরিবার কোনদিনও ভূত বলতে কিছু রয়েছে বলে বিশ্বাস করতেন না। তবে এই ধরনের ঘটনার পর তাদের মধ্যে ভূতের ভয় নতুন করে জন্মেছে। তারা আরো জানান অনেক কবিরাজ বাড়িতে ডেকে এনে তান্ত্রিক ক্রিয়া কর্ম করেছিলেন কিন্তু কোন লাভ হয়নি। বরং তাদের লক্ষ লক্ষ টাকা খোয়াতে হয়েছে কবিরাজদের পেছনে। এখনো পর্যন্ত এই দুই ব্রাহ্মণ পরিবারের মধ্যে ভূতের আতঙ্ক মারাত্মক আকার ধারণ করে আছে। তবে তথাকথিত ভূতের অবিশ্বাস্য ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাস্তবে কি রহস্য তা জানা নেই।‘

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য