স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৭ জুন : শনিবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নাম ঘোষণা হয় প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার। বীরজিৎ সিনহাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভানু গোপাল প্রদেশ কংগ্রেস সভাপতি নাম ঘোষণা দিয়েছেন। বীরজিৎ সিনহা সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্তে খুশি।
তিনি অভিনন্দন জানিয়ে আশা ব্যক্ত করে আগামী দিনে আশীষ কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সঠিক দায়িত্ব পালন করবেন। দলীয় সূত্রের খবর বিগত বিধানসভা নির্বাচনের পর প্রদেশ কংগ্রেসে বড়সড় রদবদল আনতে চলেছে সর্বভারতীয় কংগ্রেস। এর প্রথম ধাপ প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন।
আশীষ কুমার সাহা দীর্ঘদিনের কংগ্রেসের এক অন্যতম প্রথম সারির নেতৃত্ব। বিগত দিনে তিনি ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০২৩ বিধানসভায় নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে পরাজিত হয়েছেন।