স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার রাজ্য সফর শেষ করার কয়েক ঘন্টার মধ্যেই জনজাতি ভোট ব্যাংকে থাবা বসাতে সফল হল বিজেপি। তিপ্রা মথা ছেড়ে নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগ দিলেন পদ্ম শিবিরে। এদিন তিপ্রা মথার মহিলা সংগঠন টি ডব্লিউ এফ -এর সহ সভানেত্রী রাধামালা দেববর্মা, সুরমা হাই লেভেল কমিটির প্রাক্তন চেয়ারম্যান কুমার হালাম, ওয়াই টি এফ -র কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত মলসুম, শান্তি দেববর্মা, তিপ্রা মথার দীর্ঘ সময়ের নেতা বিচিং দেববর্মা, গোলাঘাটি ওয়াই টি এফ -এর ব্লক কমিটির সভাপতি সাহিল দেববর্মা, গোলাঘাটি ব্লক কমিটির ওয়াই টি এফ -এর সম্পাদক শ্যামল দেববর্মা, মহারানী এ ডি সি ভিলেজের চেয়ারম্যান রবি দেববর্মা, ঊনকোটি জেলার টি ডব্লিউ এফ -এর সভানেত্রী রেশমী দেববর্মার নেতৃত্বে একঝাঁক তিপ্রা মথা ছেড়ে বিজেপি’তে যোগদান করেন।
শনিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংসদ রেবতি ত্রিপুরা এবং জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কেন্দ্রের এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার চলছে। জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে সরকার। এগুলি আগামী দিনে মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং যে সমস্যাগুলি জনজাতিদের রয়েছে সেগুলো দ্রুত পূরণ করার উদ্যোগ নিতে হবে। এদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা রাধামালা দেববর্মা জানান, তিপ্রা মথায় থেকে জনগণের জন্য কাজ করা যায় না। তাই তারা ভারতের জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।
অপরদিকে আরো এক যোগদানকারী জানান গ্রেটার তিপরাল্যান্ড শব্দটির কি অর্থে ব্যয় করা হচ্ছে সেটা জানা নেই জনজাতিদের। মানুষ যেদিন এর অর্থ বুঝতে পারবে সেদিন তারাও তিপ্রা মথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে অভিমত ব্যক্ত করেন। সংসদ রেবতী ত্রিপুরা ঘোষণা দেন মোট ১৪ জন পদ্ম শিবিরে যোগদান করেছেন।