স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : বেতন বৃদ্ধির দাবিতে খোয়াই জেলা হাসপাতালে কর্ম বিরতি করে বিক্ষোভের সামিল হয় সাফাই কর্মীরা। তাদের অভিযোগ একদিকে যেমন তাদের বকেয়া টাকা মিলছে না অপরদিকে মজুরি বৃদ্ধি হচ্ছে না। তাই শনিবার তারা বিক্ষোভ করতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, দৈনিক হাজিরা পর্যন্ত তাদের মিলছে না। ৬০০০ টাকা তাদের বেতন হলেও দেওয়া হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা। আরো বলেন, খোয়াই জেলা হাসপাতালের ২০ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছে। সকলে অবস্থা নুন আনতে পান্তা ফুরায়।
এমনকি বিগত মাসে বেতন এখন পর্যন্ত তারা পায়নি। এ বিষয়ে সুপারভাইজারকে অবগত করেছে সাত থেকে আট দিন হয়েছে। কিন্তু মাসের ১৭ তারিখও মিলছে না তাদের বকেয়া টাকা। এ বিষয়ে ট্যান্ডন নেওয়া মালিক এস সরকারের সাথেও কথা বলা হয়েছে। কিন্তু কবে নাগাদ বকেয়া টাকা মিলবে সে বিষয়েও তারা সঠিকভাবে বলতে পারছে না। এইদিন বিক্ষোভের ফলে জেলা হাসপাতালের পরিষেবার উপর প্রভাব পড়েছে। এদিন সকাল থেকে খোয়াই জেলা হাসপাতালের সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল হয়।অস্থায়ী সাফাই কর্মীদের আরো অভিযোগ, বকেয়া বেতন তারা ঠিক ভাবে সময়মতো পাচ্ছেন না। এবং তাদের মাসোহারা সাড়ে চার হাজার টাকা। সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এত কম বেতনে তারা কাজ করতে পারছে না। তাই তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, বেতন না দিলে অনির্দিষ্টকালের জন্য তারা কাজ বন্ধ রাখবেন।