স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : বাগমা পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে সমস্ত পুলিশের সামনেই এস পি ও জওয়ানকে মারধর করে রক্তাক্ত করলো বাইক বাহিনী। এবং মুক্ত করে নিয়ে গেল বাইক বাহিনের নেতাকে। বাইক বাহিনীর নেতার নাম বাপন ঘোষ। ঘটনা শুক্রবার। এই ঘটনার তীব্র নিন্দা করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস কর্মীরা।
ঘটনার বিবরণে জানা যায়, বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে উত্তম পাল নামে এক যুবকের কাছ থেকে বাইক সহ নগদ চার হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বাপন ঘোষ নামে এক ব্যক্তি। পরবর্তী সময় উত্তম পাল গোটা ঘটনা বাগমা ফাড়ি থানায় জানানোর পর পুলিশ বাপন ঘোষকে আটক করে বাগমা থানায় নিয়ে যায়। কিন্তু আটক করার কিছুক্ষণের মধ্যেই বাগমা এলাকার ২৫ থেকে ৩০ জন শাসকদলের দুষ্কৃতিকারীরা হামলা চালায় বাগমা থানার মধ্যে। এসপিও জওয়ান রঞ্জিত দাসকে মারধর করে থানা থেকে বাপন ঘোষ কে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তী সময় থানার অন্যান্য পুলিশ কর্মীরা অল্পে প্রাণে রক্ষা করেন রঞ্জিতকে। পরে এই ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস বাগমা ফাড়ি থানায় ছুটে যায়। অপরদিকে এদিন বাগমা ফাড়ি থানার ওসি রতন রবি দাস ধর্মনগরে গিয়েছিলেন আদালতে সাক্ষী দেওয়ার জন্য। পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে বাগমা ফাড়ি থানায় ফিরে আসে । পুলিশ সূত্রের খবর , পরে বাইক ছিনতাই কারী বাপন ঘোষকে পুলিশ আটক করে রাধা কিশোরপুর থানা নিয়ে যায়।
এদিকে গোটা ঘটনার সুষ্ঠু বিচার ও থানায় আক্রমণকারী অভিযুক্তদের আটক করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল।অভিযোগের তীর টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ এবং স্থানীয় মন্ডল কমিটির সহ-সভাপতি নিমাই দাসের বিরুদ্ধে। তাদের নেতৃত্বেই কিছু বাইক বাহিনী এদিন এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। থানায় হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বাগমা জুড়ে। এবার পুলিশ ফাঁড়িতেও নিরাপদ নয় পুলিশ। বাইক বাহিনী দিয়ে হতে হচ্ছে রক্তাক্ত। জবাব নেই পুলিশের কাছে। তবে এই ঘটনা থেকে প্রশ্ন যারা জনগণকে রক্ষা করতে দায়িত্বে রয়েছেন তারাই যদি এভাবে আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় ? যাই হোক এই ঘটনা নিয়ে এখনো পুলিশ মুখ খুলেনি। চুপচাপই সবকিছু গিলছে। বিশেষ করে এই অভিযোগটি কংগ্রেসের পক্ষ থেকে যদি না তোলা হতো তাহলে সবটাই বাগমা পুলিশ ফাঁড়ির চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকতো।