স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন :আগামী ২০ জুন রথযাত্রা। আগরতলার আশ্রম চৌমুহনি স্থিত হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে এই বছর জাঁকজমক ভাবে নয়দিন ব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই বছর হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে রাজধানীর আশ্রম চৌমুহুনী স্থিত শতদল সংঘ প্রঙ্গণ-কে অস্থায়ীরূপে গুন্ডীচা মন্দির বানানো হয়েছে।
তাই শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারাণী অত্যন্ত মনোরম ও সুজ্জিত এক বিশালাকার রথে চড়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গুন্ডীচা মন্দির অর্থাৎ শতদল সংঘে পৌঁছাবে। সেখানে সাতদিন পূজিত হবেন জগন্নাথ, বলদেব এবং শুভদ্রা। গুন্ডীচা মন্দিরে সাতদিন ব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন সন্ধ্যায় তুলসী আরতী, গৌর আরতী, জগন্নাথলীলা কথা ইত্যাদি নানা অনুষ্ঠানে আয়োজন করা হবে। ২৮ জুন গুন্ডীচা মন্দির থেকে বিকেল ৩ টায় উল্টো রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হরেকৃষ্ণ মন্দিরে ফিরে আসবেন। শনিবার মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান হরে কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ পরমেশ্বর দাস। তিনি আয়োজিত অনুষ্ঠানে সকল ভক্তদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।