স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন :বজ্রপাতে আহত একই পরিবারের শিশু ও মহিলা সহ মোট তিনজন। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকাল থেকে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। সেই সময় মুঙ্গিয়াকামি এলাকায় নিজ ঘরেই ছিলেন বুদ্ধলক্ষ্মী দেববর্মা ও তার পুত্রবধূ সুরবালা দেববর্মা সহ বুদ্ধলক্ষ্মী দেববর্মার ১৩ বছর বয়সী নাতি পিউস দেববর্মা। আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়।
এই বজ্রপাতের ফলে গুরুতর ভাবে আহত হয় ঘরে থাকা তিনজন। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন। তৎক্ষণাৎ এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের অবস্থা ভালো রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।