Sunday, January 19, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনাকে কেন্দ্র করে খুন হল এক অটো চালক

দুর্ঘটনাকে কেন্দ্র করে খুন হল এক অটো চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : দুর্ঘটনা ঘিরে খুন হলেন অটো চালক। মৃত অটো চালকের নাম সন্তোষ দেববর্মা। বাড়ি উদয়পুর দুই নম্বর ফুলকুমারি কলুয়াডেপা এলাকায়। জানা যায়, মৃত অটো চালক গাড়িটি চালিয়ে কোনরকম সংসার প্রতিপালন করতেন। এরই মধ্যে শুক্রবার সকালে সন্তোষ অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হন।

 তখন সন্তোষ অটো চালানোর সময় হঠাৎ দুই নম্বর ফুলকুমারি কোলোয়াঢেপা এলাকার ২৮ বছরের যুবক তপন দেববর্মা রাস্তা দিয়ে হেটে যাবার সময় সন্তোষের অটোটি তপনের শরীরে ধাক্কা লাগে। এই ঘটনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর যে যার মতো বাড়ি চলে যায়। রাত আনুমানিক এগারোটা নাগাদ তপন, সন্তোষের বাড়িতে গিয়ে কেন অটো দিয়ে ধাক্কা দিয়েছে তা নিয়ে আবারও‌ বাকবিতন্ডা শুরু হয়। তপন তার বাড়ি থেকে একটা দা নিয়ে সন্তোষের বাড়িতে যায়।

 সন্তোষও‌ আত্মরক্ষার জন্য দা নিয়ে আসেন। তখন তপন দা দিয়ে সন্তোষের গলায় আঘাত করে। অটো চালক সন্তোষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার গভীর রাতে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযুক্ত তপনকে গ্রেফতার করেন। ঘটনাটি তপন নিজেই স্বীকার করেছেন। পুলিশ ৩০২ আই পি সি ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। রাধাকিশোরপুর থানায় মামলার নম্বর ৯৪/২০২৩। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য