স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : খোয়াই হাতকাটা বাজারে রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ল একটি দোকান। অগ্নিকান্ডের ঘটনার বিবরণে জানা যায়, উত্তর পদ্মবিল পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি হোলসেল গ্রোসারির দোকানে রাত সাড়ে আটটার নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই -র দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের সময় বাজারে লোডশেডিং চলছিল।
ঘটনার আগে পরে বিদ্যুৎ ছিল না বাজারে। দোকানের মালিক অসিত দেববর্মা জানান, রাত সাতটার সময় তিনি দোকান তালাবন্ধ করে বাড়ি চলে যায়। তখনও লোডশেডিং ছিল।আগুন লাগার খবর পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আসে বলে জানান অসিত দেববর্মা। তার দোকানে আগুন লাগানোর ঘটনা নাশকতামূলক বলেই তার সন্দেহ। কে বা কাহারা তার এই ক্ষতি করেছে তিনি জানেন না বলে জানান। দোকানে বিভিন্ন জিনিস ছাড়াও কিছু নগদ অর্থও ছিল বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে অভিমত দোকান মালিক অসিত দেববর্মার।