Friday, January 24, 2025
বাড়িরাজ্যআটক ৭ বাংলাদেশি সহ ৪ রোহিঙ্গা

আটক ৭ বাংলাদেশি সহ ৪ রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থানাধীন জেরজেরি এলাকায় ৭ বাংলাদেশি নাগরিক ও ৪ জন রোহিঙ্গা আটক হয়। সাথে আটক করা হয় তিনটি গাড়ির চালক। সাত জন বাংলাদেশী যথাক্রমে রহমান আলী  (৩০) জন্নতারা (১৯) খালেদা বেগম (১৯)মাজুমা বেগম(১৭) তাদের বাড়ি বাংলাদেশের চিটাগাং।

অপর তিনজন কারিমা বেগম(২৮), আব্বাস হাওলাদার (৩৫), আল হাফিজ (১৮) বাড়ি বাংলাদেশের বরিশাল। ৪ জন বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গা যথাক্রমে মোহাম্মদ আলম সা (২০),কুমাইরা বিবি (১৮),ফরিদা বেগম (১৮),শাফেলা বেগম(১৮)। তারা সকলেই দালাল মারফৎ কৈলাশহর দিয়ে ভারতে প্রবেশ করে। দালাল তাদের পরবর্তীতে গাড়ি করে ঊনকোটি জেলার কৈলাশহর থেকে করিমগঞ্জের যাবার উদ্দেশ্যে তিনটি গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার সময় কদমতলা থানার পুলিশের হাতে আটক হয়। কদমতলা থানার পুলিশ সাথে আটক করে এই অবৈধ কাজে লিপ্ত থাকার জন্য কৈলাশহর ভগবান নগর এলাকার বাসিন্দা তিনটি গাড়িচালক যথাক্রমে TR02M0612 গাড়ি চালক আব্দুল ফাত্তা খান পিতা আব্দুল ছবুর খান, TR02K0789নম্বরের গাড়ী চালক ছায়াদ আলী , TR 02 M 0611 নম্বরের গাড়ী চালক মতছির আলি।

পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে গাড়ি চালকরা জানায় সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে কৈলাশহর থেকে করিমগঞ্জ এর উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তারা। অপরদিকে বাংলাদেশ থেকে আগত বাংলাদেশী নাগরিকরা জানায় নিজ দেশে কাজ ও খাদ্যের অভাবে তারা বাংলাদেশে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে রোহিঙ্গারা জানায় তারা জম্মুর  উদ্দেশ্যে যাচ্ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য