স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সীমানার দেওয়াল নিয়ে স্মার্ট সিটির কাজের বেড়াজাল সৃষ্টি হওয়ার পর সমস্যা নিরসনের জন্য বৃহস্পতিবার ছুটে যান মেয়র দীপক মজুমদার। তারপর কলেজ কর্তৃপক্ষের সাথে মেয়রের নেতৃত্বে নিগম কর্তৃপক্ষ আলোচনা করে সমস্যার নিরসন করেন। এবং কিভাবে স্মার্ট সিটি অঙ্গ হিসেবে কলেজে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কলেজে অধ্যক্ষ রতন দাসের সাথে আলোচনা করেন মেয়র।
পরবর্তী সময়ে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্মার্ট সিটির কাজ করার সময় কলেজের দেওয়াল নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। এমবিবি কলেজ সংলগ্ন জলাশয়ের পাশ্ববর্তী এলাকায় স্মার্ট সিটির কাজ চলছে। এই কাজের জন্য এমবিবি কলেজ থেকে নো অবজেকশান সার্টিফিকেট নেওয়া হলেও বিবিএম কলেজ থেকে নেওয়া হয়নি।
তাছাড়া একটা জায়গা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। তারপর সেই সমস্যা দৃষ্টি আকর্ষণ হওয়ার পর বৃহস্পতিবার ছুটে এসেছেন তিনি। কথা বলেন কলেজে অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা দের সাথে। সকলে স্মার্ট সিটি কাজে অগ্রগতির জন্য দেয়াল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধানের বিষয়ে সহমত পোষণ করেন। দ্রুত স্মার্ট সিটির কাজের অগ্রগতি হবে বলে আশা ব্যক্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ বলে জানান মেয়র। এদিন মেয়রের সাথে ছিলেন নিগমের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, সহ কমিশনার, স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা এবং সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।