স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : রাজ্যে ফিজিও থেরাপিস্টে শূন্য পদ থাকার পরেও সরকার পূরণ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। তাই শুন্যপদ অবিলম্বে পূরণ করা সহ মোট ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করেন অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরামের এক প্রতিনিধি দল।
এইদিন আন এমপ্লয়েড ফিজিওথেরাপিস্টের প্রতিনিধি দলটি প্রথমে হাতে প্ল্যাকার্ড নিয়ে গুর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে প্লে কার্ড নিয়ে সমবেত হয়। তারপর তারা বর্তমান বেকার সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময় এক প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার হাতে ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। এক আন এমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট জানায় ২০১৭ সালের পর ত্রিপুরা সরকার কোন ধরনের ফিজিও থেরাপিস্ট নিয়োগ করে নি। এইদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।