স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : গত ৩ মে থেকে অগ্নিগর্ভ মনিপুর। জঙ্গি গুষ্টির গুলির বর্ষণে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোন নাম নেই। বৃহস্পতিবার উমাকান্ত ময়দান থেকে মনিপুরী কাউন্সিল ত্রিপুরা, মনিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরা সহ বিভিন্ন মনিপুরী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে পশ্চিম জেলা শাসক মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়।
দাবি জানানো হয় মণিপুরে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য। সংগঠনগুলির প্রতিনিধিরা এদিন ডেপুটেশনের পর মনিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মনিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সাধারণ সম্পাদক নীল কুমার সিনহা জানান সরকার চাইলে কয়েকদিনের মধ্যে অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। নাহলে মানুষ হত্যার এই কর্মযজ্ঞ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। আরো বলেন মনিপুরে তাদের আত্মীয় পরিজন রয়েছে। তাদের জন্য ত্রিপুরা থেকে অত্যন্ত চিন্তিত তারা। উল্লেখ্য, কুকি-মেইতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। সেখানকার ‘মেইতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। আর তা ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী গোটা দেশ। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো হয়েছে। এছাড়াও মায়ানমার থেকে কুকি জঙ্গিরা এসে আগুনে ঘি ঢালছে।