Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৫০০ কেজি আম পাঠিয়ে আবারো দুই রাষ্ট্রের মধ্যে সু ভ্রাতৃত্বের পরিচয় দিলেন বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবছরও মৌসুমী উপহার হিসেবে সুস্বাদু আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় এসে পৌঁছে আম বোঝাই কার্টুন।

 আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ  সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব দূতাবাস রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিনসহ মিশনের অন্যান্য কর্মকর্তা।সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু ৫০০ কেজি আম পাঠিয়েছেন। এই আমগুলি তারা সীমান্ত থেকে সংগ্রহ করেছেন। পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে তুলে দেবেন। আম উপহার হিসেবে পাঠানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তাকে আবার স্মরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য