স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে রাজ্য সফরে আসবেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি রাজ্যে এসে সমাবেশে অংশ নেবেন। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
১৬ জুন রাতে ত্রিপুরা সফরে আসবেন তিনি। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান,১৭ জুন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শান্তিরবাজার স্কুল মাঠে জনসভা অংশ নেবেন। রাজীব ভট্টাচার্য জানান, জনসভা যাওয়ার আগে দুইজন বিশিষ্ট নাগরিকের বাড়িতে যাবেন সর্বভারতীয় জনসম্পর্কে। জনসভা শেষ করে এদিন দুপুরে রাজ্য ত্যাগ করবেন জে পি নাড্ডা। সভায় ৩০-৩৫ হাজার লোকের জমায়েত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যও।