স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : মহারাজগঞ্জ বাজার নিয়ে প্রতিনিয়ত ক্রেতাদের কাছ থেকে অভিযোগ উঠছে। কিন্তু সম্প্রতি ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে ময়দানে নেমেছে সদর মহকুমা প্রশাসন। সোমবার বাজারে অভিযান করার পর একদিন বাদে বুধবার পুনরায় বাজারে অভিযানে যায় প্রশাসনের প্রতিনিধি দল। এদিন বাজারে গিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে দুটি চালের দোকান সিল করে দেয় মহকুমা প্রশাসন।
প্রতিনিধি দলের কাছ থেকে জানা যায় বাজারে যাতে চাল- আটা, আলু- পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে থাকে সেজন্য সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। বুধবার ফের মহারাজগঞ্জ বাজারে পূর্ব চাল বাজারে অভিযান চালানো হয়।
অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী ক্রয় বিক্রেতার মেমো দেখাতে পারেননি। পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্য নেই কোন মূল্য তালিকা ঝুলানো। ফলে দুইটি দোকান বন্ধ করে দেওয়া হয় প্রাথমিক ভাবে। শুধু তাই নয়, একটি খাবারের দোকানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিবর্তে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করায় তা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই দোকানের বিরুদ্ধে নেওয়া হবে আইনত পদক্ষেপ বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ডি সি এম রঞ্জিত কুমার দাস। তিনি আরো জানান এই অভিযান আগামী দিনে বাজারে অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য বাজারগুলোতেও এ ধরনের অভিযান চলবে বলে দপ্তর সূত্রে খবর।