স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : বিমান পরিষেবা নিয়ে আবারো অভিযোগ উঠল বুধবার। হাজার হাজার টাকা ভাড়া নিয়ে যাত্রীদের পকেট কাটা হলেও সে অনুযায়ী পরিষেবা দেওয়ার কোন নাম গন্ধ পর্যন্ত নেই বেসরকারি বিমান সংস্থাগুলির।
বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাটি বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর থেকেই পরিষেবা নামে চলছে মানুষের সাথে হয়রানি। প্রতিদিন খবরের শীর্ষস্থান দখল করে চলেছে বিমান সংস্থাগুলো। তারপরও বিমান সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলি নড়েচড়ে বসার লক্ষণ নেই। বুধবার কলকাতা থেকে আগরতলাগামী এয়ার ইন্ডিয়া বিমানে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বসে রাখা হয় যাত্রীদের।
তারপর আবার যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের বাস দিয়ে টার্মিনাল ভবনে পাঠানোর সময় বাসে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। জড়ো হয় অন্যান্য যাত্রীরা। বিষয়টি প্রত্যক্ষ করে ছুটে আসেন ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি মেয়েটিকে জল খাইয়ে সুস্থ করেন। অত্যন্ত পরিতাপের বিষয় তরুণী যাত্রী অসুস্থ হয়ে পড়ার দীর্ঘক্ষণ পর ছুটে আসে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তারপর বিমানবন্দরের যাত্রীদের কাছ থেকে বিস্তর অভিযোগ উঠতে শুরু করে। উত্তেজিত হয়ে পড়ে নাজেহাল যাত্রীরা। এবং তারা অভিযোগ তুলে প্রতিদিন এভাবে বিমান যাত্রীদের হয়রানি করা হয়। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে বহু যাত্রী বলে অভিযোগ বিমান সংস্থা কর্তৃপক্ষের বিরুদ্ধে।