স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : সঠিক সময়ের মতো লোকসভা নির্বাচন হলে আর মাত্র ১০ মাস বাকি। তার আগে বামেরা আবার পাহাড় ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। জাতি জনজাতির ঐক্যতার দাবি হাতিয়ার করে গ্রাম পাহাড় চষে বেড়াতে শুরু করেছে বাম নেতৃত্ব। বুধবার কিল্লা কমিউনিটি হলে ত্রিপুরা গণমুক্তি পরিষদ, টি ওয়াই এফ এবং গনতান্ত্রিক নারী সমিতি উদয়পুর মহকুমা কমিটির আহ্বানে এক কনভেনশন অনুষ্ঠিত হয়।
মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে জনজাতিদের মধ্যে ঐক্যে ফাটল ধরানোর জন্য কখনো গ্ৰেটার তিপ্রা ল্যান্ড, কখনও স্বাধীন এিপুরার নাম করে রাজ্যভাগের চেষ্টা হচ্ছে। জাতি – জনজাতিদের মধ্যে যে ঐক্য রয়েছে তাকে ধরে রাখার জন্য আজকের তিনটি সংগঠনের সদস্য সদস্যাগনকে দায়িত্ব নেবার আহবান জানান জিতেন্দ্র চৌধুরী।
তিনি এডিসি এলাকা সহ সারা রাজ্যে বেকারের চাকরি সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব সৃষ্টি হয়ে আছে। সারা রাজ্যে একটা অরাজকতা চলছে বলে সমালোচনার ঝড় তোলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো বলেন প্রতিদিন প্রায় কোন না কোন জায়গায় খুন, লুট, অপহরন হলেও পুলিশ সঠিক ব্যবস্থা নিতে পারছে না। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই আন্দোলনে সংগঠিত হবার আহ্বান জানান। জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রতন ভৌমিক, নরেশ জমাতিয়া, চাম্পা জমাতিয়া, পূর্ন জমাতিয়া সহ তিনটি সংগঠনের বিভাগীয় নেতৃত্ব।