স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : লাগাতার চুরির ঘটনার জেরে অতিষ্ঠ বিশালগড়বাসী। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন আরক্ষা প্রশাসন। মঙ্গলবার রাতে বিশালগড়ের পশ্চিম লক্ষিবিল এলাকায় এক ব্যক্তির দোকানে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা খগেন্দ্র বনিকের দোকানে থাবা বসায় চোরের দল।
চোরেরা দোকানের দরজা ভেঙে দোকানের অভ্যন্তরে প্রবেশ করে দোকান থেকে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিক দোকান খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। দোকান মালিক জানান নগদ ৪ হাজার টাকা সহ প্রায় ১৫ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে চোরেরা। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। অভিযোগ পুলিশকে খবর দেওয়ার চার ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায়। এবং ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের বক্তব্য এলাকার বখাটে নেশখোর যুবকরাই এই চুরির ঘটনা সংগঠিত করেছে। পুলিশ রাতের বেলা সঠিক ভাবে টহলদারি চালালে এই ধরনের চুরির ঘটনা ববৃদ্ধি পেতো না বলে দাবি স্থানীয়দের।