স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : বুধবার সকালে কমলপুর-খোয়াই জাতীয় সড়কের শ্রীরামপুর নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশ ও কমলপুর থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে AS-01EG-8375 নাম্বারের একটি গাড়ি থেকে ৬১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা হবে। একই সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহ চালককে।
জানা যায় অন্যান্য দিনের ন্যায় কমলপুর থানার অন্তর্গত কমলপুর-খোয়াই জাতীয় সড়কের শ্রীরামপুর নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশ ও কমলপুর থানার পুলিশ যৌথ ভাবে যানবাহনে তল্লাশি চালায়। সেই সময় AS-01EG-8375 নাম্বারের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশি অভিযানে গাড়িটি থেকে উদ্ধার হয় ৬১ কেজি শুকনো গাঁজা। সাথে সাথে আটক করা হয় গাড়ির চালক ধনেশ্বর জমাতিয়া ও সহ চালক জ্ঞানী জমাতিয়াকে। তাদের বাড়ী তেলিয়ামুড়া থানার মারা পাড়া এলাকায়। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে গাড়ির চালক ও সহ চালক সহ গাড়িটিকে উদ্ধার হওয়া গাঁজা সহ থানায় নিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হবে বলে জানায় পুলিশ।