স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক কৃষকের। মৃত কৃষকের নাম খোকন মালাকার, বয়স ৬৫ বছর। ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের ন্যায় নিজের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন খোকন মালাকার। সেই সময় শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি।
সকলে নিজের মতো করে ছুটতে থাকেন নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য। সেই সময় বজ্রপাতে খোকন মালাকার গুরুতরভাবে আহত হয়ে কৃষি জমিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা খোকন মালাকারকে উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খোকন মালাকারকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।