স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : বুধবার আগরতলা টাউন হলে অর্থ দপ্তরের উদ্যোগ টি ডি এস এবং জি এস টি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ২০১৭ সাল থেকে জিএসটি চালু হওয়ার পর সারা দেশে অর্থনীতির দিকে আমূল পরিবর্তন এসেছে।
অর্থনৈতিক ক্ষেত্রে বিকাশ হয়েছে। রাজস্ব আয়ের সংখ্যাও বেড়েছে। তিনি আরো বলেন, সরকার দেশবাসীর জন্য কিছু করতে চাইছে। তাই সরকার কর আদায় দিতে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। তিনি আরো বলেন সঠিকভাবে কর গ্রহণ না করা হলে সরকারকে আগামী দিনে সমস্যা পড়তে হবে। প্রকৃত করদাতাদের কাছ থেকে প্রকৃত কর গ্রহণ করা গেলেই উন্নয়ন সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে মন্ত্রী। পাশাপাশি আগামী বিধানসভা বাজেট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আসন্ন বাজেট অধিবেশনে সরকার কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করছে। এটাই সরকারের মূল উদ্দেশ্য। তাহলেই রাজ্যের বিকাশ হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানের এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক রাখি বিশ্বাস, অর্থ দপ্তরের সচিব বিজেস পান্ডে সহ অন্যান্যরা।