স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে রাজধানীর আগরতলা শহরের পথ চলতি সাধারন মানুষ সহ ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করল মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা। এইদিন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা একত্রিত হয়ে আগরতলা শহরের পথ চলতি সাধারন মানুষ সহ ব্যবসায়ীদের হাতে সচেতনতা মূলক লিফলেট তুলে দেয়।
এবং তাদেরকে নেসামুক্ত ত্রিপুরা গড়ার বিষয়ে অবগত করে। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক ছাত্রী জানায় নেশা মুক্ত ত্রিপুরা গড়তে হলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। তাই তারা এইদিন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে সচেতনতা মূলক লিফলেট তুলে দিয়েছে সাধারন মানুষের হাতে।