স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : আগরতলা শহর নেশা মুক্ত এবং যানজট মুক্ত করতে আগামী ২৫ জুনের পর থেকে চলবে অভিযান। শহরের মধ্যে রাত এগারোটার পর খোলা থাকতে পারবে না কোন ভেন্ডার। পরের দিন সকাল দশটায় সময় আবার এসে নির্ধারিত জায়গায় ভেন্ডার নিয়ে বসতে পারবে ব্যবসায়ীরা।
মঙ্গলবার আগরতলা পুর নিগমের কাউন্সিলিং বৈঠকের পর এই কথা জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এ দিনের আয়োজিত বৈঠকে তিনি বলেন শহরে ব্যবসায়িরা ভেন্ডারে সাথে আবার চেয়ার টেবিল রেখে ব্যবসা করে চলেছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়েও জেলা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং ট্রাফিক পুলিশের সুপারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাত এগারোটার পর শহরে কোন ধরনের নেশার রমরমা যাতে না হয় তার জন্য নিগম এই দোকানগুলি ১১ টার পর থাকতে দেবে না। এদিনের বৈঠকে এছাড়াও গুরুত্ব পায় টুয়েপের কাজ। শ্রমিকদের সঠিকভাবে কাজ মিলছে কিনা এবং তারা মজুরি পাচ্ছে কিনা সে বিষয়ে কর্পোরেটদের কাছ থেকে অবগত হন মেয়র। সঠিকভাবে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি আগামী দিন কি কি কাজ করা হবে সে বিষয়ে আলোচনা হয়।
এর পাশাপাশি যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পায়নি তাদের দ্রুত ঘর পাইয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, আগরতলা শহরকে সুন্দর এবং যানজট মুক্ত রাখার উদ্দেশ্যে বটতলা বাজারে সার্ভে করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরো জানান বটতলা সুপার মার্কেটে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল। সঠিকভাবে ভাড়া প্রদান করা হচ্ছে না। ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে সুপার মার্কেট ভেঙে ১২ থেকে ১৪ তলা নির্মাণ করার। এর জন্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত এর অনুমোদন পাওয়া যায়নি। সরকার যদি অনুমোদন দেয় তাহলে দ্রুত কাজে হাত লাগানো হবে। বহু যুবক-যুবতী কর্মসংস্থান হবে বলে মনে করেন। আরো জানান আগরতলা শহরে সুপার মার্কেট সহ আরো যেসব মার্কেট গুলির বকেয়া টাকা রয়েছে সেগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সমস্ত কর্পোরেটর এবং পৌর নিগমের অতিরিক্ত কমিশনার।