Sunday, January 26, 2025
বাড়িরাজ্যপাষন্ড পুত্রের হাতে রক্ত ঝরলো পিতার

পাষন্ড পুত্রের হাতে রক্ত ঝরলো পিতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : পারিবারিক কলহের জেরে পিতাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখল পাষণ্ড পুত্র। পরে থানায় গিয়ে আত্মরক্ষা করে পিতা। পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে উদ্ধার করে অসহায় পিতাকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধের অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করেন হাপানিয়া হাসপাতালে। কিন্তু হৃদয়বিদারক ঘটনা হলো অসহায় আব্দুল রহিমের পাশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ছাড়া পরিবারের কেউ ছিল না।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায় সামান্য কথা কাটাকাটি নিয়ে ছেলে আশিক উদ্দিন তার বৃদ্ধ বাবা আব্দুল রহিমকে পিটিয়ে কোমড় ভেঙে দেয়। বুকে এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে রেখে যায়। অসহ্য যন্ত্রণা নিয়ে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বিশালগড় থানার দ্বারস্থ হয় বৃদ্ধ। পরে থানা থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। কিন্তু হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলেও বাড়ি থেকে কেউ হাসপাতালে যায়নি। ফলে অসহায় অবস্থায় একাই পড়ে ছটফট করতে থাকে বৃদ্ধ। এদিকে মঙ্গলবার খবর লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় প্রতিনিয়ত পিতার উপর আক্রমণ করে চলেছে পাষণ্ড পুত্র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য