স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : গৃহ শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মারধর, মোবাইল ফোন ছিনতাই এবং টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল শ্লীলতাহানির অভিযোগ তোলা ছাত্রীর পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার পিয়ার বাড়ি থানাধীন রাধানগর পাল পাড়ার এলাকাবাসী এবং ছাত্রছাত্রী মিলে দক্ষিণ জেলা পুলিশ সুপারের দারস্থ হয়। দাবি জানায় গৃহশিক্ষক বিশ্বজিৎ চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। শিক্ষক সেই ছাত্রীর পরিবার পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে।
এলাকাবাসীর বক্তব্য বহু আগে থেকে এই গৃহ শিক্ষক এলাকার বহু ছাত্র ছাত্রীর বাড়িতে গিয়ে শিক্ষকতা করেন। কিন্তু এমন ধরনের কোন কাজ করেন নি। গৃহ শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীকে ডেকে নিয়ে মারধর করা হয়। এবং স্বর্ণালংকার মোবাইল মানিব্যাগ সব ছিনিয়ে নেয়। ছাত্র-ছাত্রী পক্ষ থেকেও গৃহ শিক্ষকের মারধর এবং বাইক ভাঙচুর স্বর্ণালংকার ছিনতাইয়ের বিষয়গুলি মিলিয়ে থানায় সেই পরিবারের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানায়। অবিলম্বে ছাত্রীর পরিবারকে পুলিশ আটক করে সুষ্ঠু তদন্ত না করলে আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে হুশিয়ারি দেন এলাকাবাসী এবং ছাত্রছাত্রীরা। তবে পুলিশ এ ঘটনার অভিযোগ পেয়ে চোখে ছানাবড়া দেখছে। এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা বুঝে উঠতে পারছে না পুলিশ। তবে গা ঝাড়া দিয়ে মাঠে নামলে অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে বলে মনে করছে এলাকাবাসী।