স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : মজুরি বৃদ্ধি করা সহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের উদ্যোগে সোমবার টি.এফ.ডি.পি.সি-র এম.ডি-র নিকট গন ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে টি.এফ.ডি.পি.সি-র এম.ডি-র অফিসের সামনে যায়।
সেখান থেকে এক প্রতিনিধি দল টি.এফ.ডি.পি.সি-র এম.ডি-র কক্ষে গিয়ে এম.ডি-র হাতে স্মারক লিপি তুলে দেয়। ডেপুটেশান প্রদান শেষে ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের রাজ্য সভাপতি জানান রাবার শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করতে হবে। শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। নতুন রাবার বাগান তৈরি করতে হবে। রাবার বাগানে কর্মরত সকল সরকারি ও বেসরকারি শ্রমিকদের বিনামূল্যে বিমা ও লেবার কার্ড প্রদান করতে হবে। পাশাপাশি তিনি অন্যান্য দাবি গুলিও তুলে ধরেন।