স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : নাশকতার অগ্নিকান্ডে পুড়ল গাড়ি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাযায় রবিবার গভীর রাতে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দারিয়ে থাকা একটি গাড়ীর মধ্যে অগ্নি সংযোগ করে দুষ্কৃতিকারীরা। সিধাই মোহনপুরের দশারাম পাড়ার বাসিন্দা বুদ্ধরায় দেববর্মা এই গাড়ী করে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় মেয়ের ভাড়া বাড়ীতে আসেন।
তার মেয়ে বগাফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের শিক্ষিকা। মেয়ের বাড়ীতে বেড়াতে এসে রাস্তার পাশে গাড়িটি রাখেন তিনি। কিন্তু রাতের আধারে কে বা কাহারা এই গাড়ীর মধ্যে অগ্নিসংযোগ করে। অগ্নিকান্ডের জেরে গাড়ীটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডের আঁচ পেয়ে ঘড় থেকে বেড়িয়ে আসে সদস্যরা। পরিবারের সদস্যা স্বরস্বতী দেববর্মা জানান দীর্ঘ পাঁচ বছর ধরে এই এলাকায় রয়েছে। কিন্তু এমন ঘটনা আগে ঘটেনি। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে শান্তির বাজার থানার পুলিশ। অগ্নিকান্ডে পুরে যাওয়া গাড়ীটির নাম্বার হলো TR 01 AW 0673। শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।