স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : ব্রাউন সুগার সহ আটক এক যুবক। জানা যায়, কয়েকদিন ধরে অপরিচিত যুবক’কে চাকমাঘাট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার চাল চলন সন্দেহজনক। তেলিয়ামুড়া থানার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় চাকমাঘাট স্থিত সি আর পি এফ -এর ৭১ নং ব্যাটেলিয়ানের জওয়ান ও তেলিয়ামুড়া থানার পুলিশ যুবককে আটক করে।
রবিবার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৯১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃত যুবকের নাম বিজয় দেববর্মা। তার বাড়ি ধলাই জেলার গঙ্গানগর এলাকায়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক ৫০,০০০ টাকা ।পুলিস ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানার চেষ্টা চলছে সে এই ড্রাগস কোথায় থেকে এনেছে।