স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বাসের দৌরাত্ম্যে অতিষ্ঠ পথচারীরা। ঘটছে যান দুর্ঘটনা। বলি হচ্ছে মানুষ। কেউ কেউ পঙ্গু হয়ে পরিবারের কাছে ভোজা হয়ে যাচ্ছে। কিন্তু হুশ ফিরছে না আরক্ষা প্রশাসনের। কিন্তু মানুষ এই অভিজ্ঞতা থেকে এবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে। রবিবার এক বাস চালককে গণধোলাই দিয়ে গুরুতর আহত করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানা সংলগ্ন এলাকায় এদিন এক বাইক চালককে দ্রুতগামী বাস ধাক্কা দেয়। ঘটনার পর দ্রুতগামী বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা বাসটিকে ধাওয়া করে আটক করে। তারপর বাস চালক টুটন বিশ্বাসকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহত বাস চালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন। গণধোলাইয়ে সে মাথায় এবং পেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বাসের নম্বর টি আর 07 1223 । পুলিশ বাসটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ করতে শুরু করেছে জাতীয় সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। রাস্তা ভালো হওয়ায় অস্বাভাবিক গতিতে ছুটছে যাত্রীবাহী বাস সহ অন্যান্য গাড়ি। কোন নিয়ন্ত্রণ নেই। এর জন্য দায়ী প্রশাসন এবং গাড়ি চালকরা।