স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : জ্যোতিষ শাস্ত্র ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনে অনেকটা সহায়তা করে। পঞ্চম আন্তর্জাতিক জ্যোতিষবিদ্যা সম্মেলনে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দুই দিন ব্যাপী সম্মেলনে দ্বিতীয় দিন ছিল রবিবার।
আগরতলা সুকান্ত একাডেমীতে হয় জ্যোতিষ বিদ্যা সম্মেলন। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ সহ বিশিষ্টজনেরা। জ্যোতিষ কলেজের উদ্যোগে হয় সম্মেলন। বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে এদিন। সম্মেলনের পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন কার হয়। সোমবার মন্দির নগরীতেও রয়েছে তাদের কর্মসূচি।