স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : গত একমাস ধরে অশান্ত মনিপুর। ঝরছে রক্ত, ঝরছে প্রান। নিয়ন্ত্রণে নেই আইনশৃঙ্খলা। এই পরিস্থিতির জন্য মনিপুরে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে রবিবার আগরতলায় মোমবাতি প্রজ্জ্বলন করে মঙ্গল কামনা করল মনিপুরী সমাজ। এদিন পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারিয়াল সোসাইটি এবং অল ত্রিপুরা মেইতী কমিউনিটির যৌথ উদ্যোগে অভয়নগর স্থিত পুথিবা দেবতা মন্দিরে কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানান মনিপুরের শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য।
এর জন্য মোমবাতি প্রজ্বলন করেন মনিপুরী অংশের মানুষেরা। অনুষ্ঠিত হয় শান্তি সভা। কিছু দিন আগে মনিপুরে বড় অঘটন ঘটে গেছে দুই জাতি গোষ্ঠীর মধ্যে। এখন শান্তি প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানান পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার্যাযল সোসাইটির কার্যকর্তা দীপক কুমার সিংহ। মনিপুরের একটা রাখতে হবে। অখন্ডতা রক্ষায় ভূমিকা নিতে হবে সরকারকে। কেন্দ্রীয় সরকারের শান্তি ফেরাতে গঠিত কমিটিকে স্বাগত জানান তারা।