Saturday, July 26, 2025
বাড়িরাজ্যচাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ

চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের জামানায় সমগ্র শিক্ষায় আরবান এবং ব্লক রিসোর্স পার্সন নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর বিষয়টি সামনে এসেছে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা বিচার না করে চাকুরির জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছে চাকরি প্রত্যাশী যুবকরা।

তাদের বক্তব্য, ২০১৯ সালে ২২ সেপ্টেম্বর সমগ্র শিক্ষা থেকে ফলাও করে একটি চাকুরির বিজ্ঞপ্তি বের হয়েছিল। তারপর যথারীতি পরীক্ষা হওয়ার পর ২০৮ জন পাশ করেছে। তারপর দপ্তরে গিয়ে যুগ্ম অধিকর্তার সাথে দেখা করার পর একটি মেরিট লিস্ট বের করা হয়। এই মেরিট লিস্ট বের হওয়ার পর দেখা গেছে বহু ভুল ত্রুটি রয়েছে। বিশেষ করে লক্ষ্য করা গেছে বিজ্ঞপ্তির সময় যে যোগ্যতা চাওয়া হয়েছিল সে যোগ্যতা নেই মেরিট লিস্টের তালিকায় স্থান পাওয়া যুবক যুবতীদের। পরবর্তী সময় এ বিষয়ে যখন দপ্তরে আধিকারিকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তখন তারা জানিয়ে দেন কিছু করার নেই। সুতরাং স্পষ্ট হয়ে গেছে এখানে দুর্নীতি হয়েছে।

 বিষয়টি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানান চাকরি প্রত্যাশীরা। আর বলে স্কুলের অভিজ্ঞতা না থাকলেও অনেককে নিয়োগ করা হয়েছে। চাকুরী প্রত্যাশীরা আরো অভিযোগ তুলে যারা ৫০ নম্বরের মধ্যে ১২-১৩ পেয়েছে তারাও চাকরি পেয়ে গেছে কিন্তু ৪০ নম্বরের অধিক নম্বর পাওয়ার যুবক-যুবতীরা চাকরি পায়নি। তারা আরো জানান ইতিমধ্যে যদি মুখ্যমন্ত্রী তদন্ত করার নির্দেশ না দেন তাহলে তারা আদালতে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!