স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : রাজধানীর বিজয় সংঘ ক্লাবের উদ্যোগে শনিবার পথচারীদের দু টাকার বিনিময়ে দুপুরে খাবারের বন্দোবস্ত করা হয়। প্রতিমাসে দ্বিতীয় শনিবার ক্লাব কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সমাজসেবী রাজিব ভট্টাচার্য সহ স্থানীয় কাউন্সিলর ও এলাকার বিশিষ্টজনেরা। অতিথিরা এদিন পথচারীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।
উপস্থিত স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে ক্লাব কর্তৃপক্ষের এ আয়োজনের প্রশংসা করেন। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।সমাজসেবী রাজীব ভট্টাচার্য বললেন, ক্লাব কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি সমাজ পরিবর্তনের অন্যতম দিক বলে জানান তিনি। এভাবে আগামী দিন সমাজে কাজে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে ক্লাব কর্তৃপক্ষ। সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান রাজীব ভট্টাচার্য। ক্লাবের এই আয়োজনের সাধুবাদ জানান পথচারীরা।