Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবাড়ির লোকের বর্তমানে ঘরে চুরি

বাড়ির লোকের বর্তমানে ঘরে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : নিশি রাতে পুলিশ ব্যস্ত ফটো সেশনে। আর কাজের নিট ফল শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। অহরহ ঘটছে চোরের ঘটনা। পুলিশ শুধু খাতা কলমে অভিযোগ নথিবন্দি করছে। কিন্তু চোর পাকড়ায়ে কোন সাফল্য দেখাতে পারছে না থানার কর্তারা। ফলে আবারো ঘটল চুরির ঘটনা। পুলিশ নথি বন্দী করল মামলা।

উল্লেখ্য, শুক্রবার রাতে শহরে ঘটল চুরির ঘটনা। আগরতলা ধলেশ্বর রোড নং ১৩ এলাকার এক বাড়ির ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। জানা যায় এলাকার এক বাড়িতে পরিবারের সকলকে নিয়ে ভাড়া থাকতেন সুপ্রসন্ন সরকার। শুক্রবার রাতে সুপ্রসন্ন সরকারের ভাড়া ঘরে থাবা বসায় চোরের দল। ঘর থেকে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। সুপ্রসন্ন সরকার জানান, রাতের বেলায় সকলে ঘুমিয়ে পড়েছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের জানালা ও গ্রিল ভাঙ্গা। ঘরের অভ্যন্তরে শোকেজে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা গায়ের। তখন তিনি ঘটনার বিষয়ে বাড়ির মালিককে অবগত করেন। বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য