স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : গত কয়েকদিনে বহু বাংলাদেশি নারী পুরুষ আটক হওয়ার পরেও রাজ্য প্রশাসনের সক্রিয় হওয়ার কোন লক্ষণ নেই। ত্রিপুরা রাজ্যের সীমান্তকে করিডোর করে বহির্রাজ্যে মানব পাচার এবং বিক্রি করারও অভিযোগ সামনে উঠে এসেছে। তারপরেও কোন এক অজ্ঞাত কারণে রাজ্য পুলিশ এবং বিএসএফ জোয়ানদের কঠোর হতে কোন হেলদুল নেই। লাগাতার বাংলাদেশি আটক হওয়া উদ্বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে।
আবারো পাঁচজন বাংলাদেশি আটক হয়েছে রাজ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করছে ধর্মনগর থানার পুলিশ। আটক বাংলাদেশিদের নাম শফিকুল ইসলাম , বয়স ৪০, বাড়ি পশুরগুনিয়া বাংলাদেশ, মমতাজ আক্তার, বয়স ১৮, বাড়ি পুশখালি, রোজিনা বেগম, বয়স ৩৫, বাড়ি পুশখালি, মোহাম্মদ রফিক, বয়স ২৭, বাড়ি পশুরগুনিয়া, শাহাব আলী শেখ, বয়স ৬১, বাড়ি পশুরগনিয়া বাংলাদেশ। তারা জানায় বাংলাদেশি টাকায় কুড়ি হাজার টাকা করে তাদের কাছ থেকে মাথাপিছু পারাপার করাতে দালালরা টাকা নিয়েছে। দালালরা তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশের আমতলী নামক জায়গা দিয়ে তারকাটার বেড়া পার করিয়ে দিয়েছে। তারা কোন সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পায়নি। সেখান থেকে আগরতলা রেল স্টেশনে আসে। এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ রফিক ব্যাঙ্গালোরে কাজ করে বিগত কয়েক বছর ধরে। সে আরও জানায় বাংলাদেশী নাগরিককে নিয়ে গেছে ব্যাঙ্গালোরে কাজের উদ্দেশ্যেই। এই লক্ষ্যেই চারজনকে নিয়ে রওয়ানা দিয়েছিল ব্যাঙ্গালোরে কাজে যোগ দেবার উদ্দেশ্যে।