স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : শনিবার শ্যামলী বাজার স্থিত হারিটেজ পার্কে ত্রিপুরা জীব বৈচিত্র্য বোর্ড ও ত্রিপুরা স্ক্যাটফর্ম প্রকল্প যৌথভাবে ‘বন খাদ্য উৎসব’ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্য বন আধিকারিক ও প্রধান সচিব কে এস শেঠি।
ছিলেন সদস্য সচিব টিবিবি প্রবীণ এল. অগ্রবাল, সি ই ও এবং পি ডি ডাঃ অবিনাশ এম কানফাদে,। পরবর্তীতে ফরেস্ট ফুড স্টল পরিদর্শন করেন অতিথিরা। মুখ্য বন আধিকারিক ও প্রধান সচিব কে এস শেঠি বলেন এই বন খাদ্য উত্সবের মূল উদ্দেশ্য হল বন থেকে যে সমস্ত খাদ্য শস্য বাজারজাত করা হয় তাকে আরো জনপ্রিয় করে তোলা। এতে করে এই শস্যের ব্যবহার বাড়বে। আর্থিক ভাবে লাভবান হবেন বন থেকে যে সমস্ত জনজাতিরা এই খাদ্য শস্য সংগ্রহ করে তারা। এই খাদ্য শস্যের মধ্যে কোণ কীটনাশক ও কৃত্তিম সার ব্যবহার করা হয় না। তাই স্বাস্থ্যের পক্ষে লাভ দায়ক। সকলকে বেশী পরিমাণে এই খাদ্য সামগ্রী খাওয়ার পরামর্শ দেন তিনি।