Saturday, January 18, 2025
বাড়িরাজ্যসঠিক সময় মতো অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে মৃত্যু রোগীর

সঠিক সময় মতো অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে মৃত্যু রোগীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করতে হলো অ্যাম্বুলেন্সের জন্য। তারপর ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হলো আশঙ্কাজনক রোগীকে বিলোনিয়া হাসপাতালে। এবং অ্যাম্বুলেন্সে ছিল না কোন নার্স। মাঝ রাস্তায় আসার পর অক্সিজেন মাস্ক লাগানোর হয়। সঠিক সময়ে অক্সিজেন মাস্ক পর্যন্ত লাগানো হয়নি।

 ফলে মৃত্যু হলো রোগীর। অভিযোগ ঋষ্যমুখ হাসপাতালে পরিষেবার বিরুদ্ধে। জানা যায়, শনিবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্রীপুর এলাকার বাসিন্দা গৌতম রায় টমটম নিয়ে নলুয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সাথে ছিল তার বন্ধু অজয় বিশ্বাস। কৃষ্ণনগর এলাকায় যাওয়ার পর টমটমের একটি চাক্কা রাস্তায় থাকা গর্তে পড়ে যায়। এতে করে মাঝ রাস্তায় উল্টে যায় টমটমটি। আর টমটমের নিচে চাপা পড়ে যায় গৌতম রায়। অপরদিকে টমটমে থাকা অজয় বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঋষ্যমুখ প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করতে হয় এম্বুলেন্সের জন্য।

 তারপর মাঝ রাস্তায় আসার পর মৃত্যু হয় গৌতম রায়ের। পরে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে আহত গৌতম রায়কে মৃত ঘোষণা করে দেন। এ বিষয়ে অভিযোগ তুলে মৃত যুবকের পরিবার পরিজন। তাদের অভিযোগ ঘটনার পর সঠিক সময় মতে এম্বুলেন্স পায়নি তারা। চিকিৎসকের কাছে অনুরোধ জানানো হলে দুর্ব্যবহার করা হয়েছে তাদের সাথে। তারপর কোনক্রমে এম্বুলেন্স পাওয়া গেল সেটা ১০ থেকে ১৫ জন মিলে ধাক্কা দিয়ে চালু করতে হয়েছে। এম্বুলেন্স ছিল না কোন স্বাস্থ্য কর্মী। বিশেষ করে ঋষ্যমুখ হাসপাতাল থেকে অক্সিজেন মাস্ক পড়ানো হয়নি আহত গৌতমকে। ফলে মাঝ রাস্তায় এসে মৃত্যু হয়েছে গৌতমের। অপরদিকে আহত অজয় বিশ্বাসের চিকিৎসা চলছে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান গৌতম রায়কে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। এবং অজয় বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এইদিকে ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে ছুটে যায় নিহত গৌতম রায় ও আহত অজয় বিশ্বাসের পরিবারের লোকজন। বিলোনিয়া মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়ে মৃত গৌতম রায়ের পরিবারের লোকজন। গৌতম রায়ের অকাল মৃত্যুতে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্রীপুর এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য