স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : করমন্ডল দুর্ঘটনায় রাত থেকে নিখোঁজ রাজ্যের যুবক। নাম মুখলেস মিঞা। ঘটনার বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার সে বাড়ি থেকে বের হয় চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। শুক্রবার রাতে সে চেন্নাই যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে যায়।
তারপর তার বন্ধুদের বলে প্রাকৃতিক কাজ করতে সে শৌচালয়ে যাচ্ছে। কিন্তু শৌচালয় থেকে সে আর ফিরেনি। তার বন্ধুরা বহু খোঁজাখুঁজি করার পর পরবর্তী সময় চেন্নাই গামী ট্রেনে উঠে পড়ে। এখন পর্যন্ত তার ফোন সুইচ অফ। তার বাড়ি বাশপুকুর বিরামপুরে। এই ঘটনার পর যাত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর চিন্তিত তার পরিবারের লোকজন।