স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : বর্ডার গোল চক্কর এলাকায় জলের ট্যাঙ্ক ও লাইট হাউস নির্মাণের সময় তোয়াক্কা করা হচ্ছে না নিয়ম-কানুন। ক্ষতির সম্মুখীন পাশের একটি বাড়ি। অভিযোগ কাজের ক্ষেত্রে কোন নিয়ম না মানার কারণে নির্মীয়মান জলের ট্যাংকের সাথে থাকা রুপা ধানুকের বাড়ির সীমানা ভেঙ্গে যায়। এরপর একে একে ঘর, কলের পার ভাঙ্গা শুরু হয়।
রুপা ধানুকের বক্তব্য নির্ধারিত জায়গার বাইরে গিয়ে মাটি কাটার ফলে তার বাড়ির এই সমস্ত অংশ নষ্ট হয়েছে। উপড়ে পড়েছে বাড়িতে থাকা বেশ কিছু গাছ। বাড়ির কাগজপত্র সব রয়েছে তার কাছে। এই অবস্থায় নির্মাণ কাজের ফলে বাড়ির ক্ষতি হওয়ায় এবার ক্ষতিপূরণের দাবি জানান রুপা ধানুক। প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় রয়েছেন। নির্মাণ কাজের ফলে সৃষ্টি হওয়া সমস্যা সম্পর্কে বহুবার অবগত করা হলেও কর্ণপাত করতে নারাজ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এলাকা ঘুরে যাওয়ার দাবি জানান। বর্তমানে দুজন সদস্য রয়েছে। একজন দিব্যাঙ্গন। অপরজন বাড়ি বাড়ি কাজ করেন। পিতা-মাতা কেউ নেই তাদের। তিনদিন ধরে এই কাজ চলছে। হানা দিয়ে কাজ করার কথা বললেও তা মানছে না। উপরন্তু বাড়ি ছেড়ে যাওয়ার পরামর্শ দেন নির্মাণকারী সংস্থা। ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান রুপা ধানুক।