স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : আট বছরের শিশু পুত্রের সামনে নিশংসভাবে খুন করা হলো মা। খুনের অভিযোগ শিশু পুত্রের পিতার বিরুদ্ধে। গৃহবধুর নাম অনিতা ভট্টাচার্য। এবং অভিযুক্ত স্বামীর নাম জয়ন্ত ভৌমিক। ঘটনা রাজধানীর রাজনগর এলাকায়।
জিবি হাসপাতালে শিশু পুত্রটি জানায়, তার মা কাজ থেকে বাড়ি ফেরার পর শিশুটির মার সারা তার পিতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। তখন শিশুটির মা বলেন তিনি আর কতদিন এভাবে কাজ করে স্বামীকে ঘরে বসিয়ে খাওয়াবে। তারপর শিশুটি মার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার পিতা। তখন বিষয়টি নজরে আসে বাড়ির মালিক। বাড়ির মালিক আহত গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই মৃত্যুর কূলে ঢলে পড়ে গৃহবধূ। বর্তমানে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। পরে মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়।