স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : সবাই যাতে এক মঞ্চে আসেন সে বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য কমিউনিটি হেলথ অফিসারদের সম্মেলনে আহ্বান রাজীব ভট্টাচার্যের। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আশ্বাস দেন প্রদেশ বিজেপি সভাপতি। শুক্রবার অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের-র রাজ্য সন্মেলন হয়। এদিন রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হয় সম্মেলন।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য, সমাজসেবী অমিত রক্ষিত, সংগঠনের আইনি পরামর্শদাতা সম্রাট ঘোষ সহ অন্যরা।করোনার সময়ে কমিউনিটি হেলথ অফিসাররা নিজেদের দায়িত্ব সঠিক ভাবে যে পালন করেছেন তাও এদিন উঠে আসে রাজীব ভট্টাচার্যের বক্তব্যে। তিনি বলেন, যে উদ্যমে কমিউনিটি হেলথ অফিসাররা এই যুদ্ধে সামিল হয়ে জয়ী হয়েছেন এটা বাড়তি পাওনা। প্রধানমন্ত্রীর কল্যাণে ভারতের মানুষ বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন। বিভিন্ন দেশে বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে বলে তিনি দাবি করেন।