Saturday, January 25, 2025
বাড়িরাজ্যনারী বিক্রি করে যৌন হেনস্থার অভিযোগ

নারী বিক্রি করে যৌন হেনস্থার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : আন্তর্জাতিক নারী পাচার চক্রের বড়সড় অভিযোগ সামনে এসেছে। জানা যায় গত সাত মাস পূর্বে বক্সনগরে গনিয়ামাড়া এলাকার ১৬ বয়সি এক নাবালিকা তার মাসির বাড়ি মানিক্যনগর নলজলায় বেরাতে যায়। তার সাথে পরিচয় হয় বক্সনগর মোল্লামুড়া এলাকার আমেনা বেগমের। আর আমেনা নাবালিকা মেয়েটির মাসিকে ফুসলিয়ে বলে সে তাকে চেন্নাই নিয়ে যাবে।

সেখানে বিউটি পার্লারের কাজ শেখানো হবে এই নাবালিকা মেয়েকে। গরিব পরিবারের নাবালিকা মেয়েটি ১৫ হাজার টাকা বেতনের কথা শুনে চলে যায়। তিন থেকে চার দিন পর সেখানে তার উপর জোর জবরদস্তি বেআইনি কার্যকলাপ করার জন্য বাধ্য করতে শুরু করে বলে অভিযোগ। তিন মাসপর তাকে ব্যাঙ্গালোরে বিক্রি করে দেয় বলে অভিযোগ নাবালিকা মেয়েটির। পরে সেখান থেকেই পালিয়ে আসে সে। সোনামুড়ার আক্তার, আমিনা এবং বাংলাদেশের লিজা এই তিনজন মিলে কয়েকবছর যাবৎ মেয়েদের সেই রাজ্যে নিয়ে গিয়ে বেআইনি কার্যকলাপ করতে বাধ্য করেছে বলে অভিযোগ। সোনামুড়া বক্সনগর পুটিয়া এই তিন এলাকা দিয়ে বাংলাদেশের যুবতি মেয়েদেরকে সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌছানোর কাজে নিয়োজিত আছে জয়দল হোসেন।

 তাদেরকে রেলের টিকেট কেটে বহির্রাজ্যে নিয়ে যেত বলে অভিযোগ। পরে বিক্রি করে দিত চার পাঁচ লাখ টাকার বিনিময়ে। এই অত্যাচার থেকে প্রানে বেচে এসে গতকাল কলমচৌড়া থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার হওয়া মেয়েটি। মামলা করে আমেনা বেগম ও তার ভাই জয়দল হোসেনের বিরুদ্ধে। তাদের বাড়ি বক্সনগর মোল্লা মুড়ায়। এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা গ্রহন করে এই মামলায়। মেয়েটি আরও জানায় চেন্নাই ও ব্যাঙ্গালোরে ১০-১৫ জন মেয়ে আছে। তাদেরকে আটকে রেখে বেআইনি কার্যকলাপ সংঘটিত করে মোটা কামাই করছে অভিযুক্তরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য